শর্মিষ্ঠা
ঘোষ
আপনজন
কেউ
কেউ দেশের ভেতর থাকে
তবু
মন দূরের বিদেশ বিভূঁই
চারদিকে
আগুন আগুন খেলা
তবু
মন স্বার্থ বিষে একাই
কেউ
কেউ দেশের থেকে দূরে
জানে
না হয়তো ঘরের ভাঙন
মানুষের
ভেতর মানুষ একা
বেড়া
ভাঙা পাগল ছাগল আপন
পাগলের
ঘর বার সব সমান
পাগলের
প্রলাপ ভূগোলহীন
যেটুকু
মানুষ মানুষ লাগে
এসবই
পাগলপনের দিন
রাগ
শোক পাথর ভাঙে না তো
যদি
পথ স্পর্শ ভুলে থাকে
বন্ধু
একটু আগুন দাও
পাইপের
ছাই ঝেড়ে পথে নামো
পথে
আছে সুজন আপনজন
চোখে
চোখ বিশ্বাস ভালোবাসা
বিশ্ব
তোমার ঘরদালান
যারা
আছে তোমার আপনলোক