কৃষ্ণেন্দু
বন্দ্যোপাধ্যায়
পুনর্জন্ম
“অন্ধকার … অন্ধকারে বড় কষ্ট … বড় অসুবিধা…”
উচ্চারণ
ভেসে আসে দূর কুয়াশার মায়া থেকে ।
দিগন্তরেখায়
ধীরে চেতনা আচ্ছন্ন করে সূর্য নামে যখন —
পৃথিবীর
রহস্যছায়া থরথর করতে করতে উন্মুখ হয়ে ওঠে
হঠাৎ
নতুন কোন সৃষ্টির সম্ভাবনা নিয়ে —
আকাশে
ছিটকে ওঠে মানুষের হাহাকার
“অন্ধকার … অন্ধকারে বড় কষ্ট … বড় অসুবিধা…”
আসলে
মানুষ বড় ভুলভাবে ভয় পায় ;
যেখানে
তেমন কোন আঘাতের আশঙ্কা নেই
সেখানেই
প্রবল আঘাত
আবার
যে অন্ধকারে মানুষের ভয়
তারই
আড়ালে হয় জীবন সৃষ্টির প্রস্তাবনা ;
মানুষ
প্রতিটি বার ভুলভাবে ভয় পেতে থাকে ।
সব
ভয় দূরে ছুঁড়ে ফেলে
ফিরে
এসো মানবপ্রতিম ।
চেয়ে
দ্যাখো,
ও-ই
দূরে বাঁধ ভাঙছে প্রচন্ড শব্দে
আদিম
উন্মাদনায় মেতে উঠেছে মানুষ
পৃথিবীতে
পুনরায় বড় কোন সৃষ্টির প্রয়োজন,
আর
অন্ধকারে নয়,
এবার
আলোয় হবে পুনর্জন্ম পৃথিবীর ।
সবাই
সবার হাত ধরো
সবাই
সবার কাছে ঋণী হও
ঋণী
হওয়া সৃষ্টির প্রথম কর্তব্য, এতদিনে বুঝেছে মানুষ ।
ঋণী
হলে বিনয়ী হওয়া যায়
হওয়া
যায় আরও একটু প্রতিজ্ঞ
এসো
আজ সকলেই গ্রহণ করি প্রতিজ্ঞা
এসো
আজ সকলেই গ্রহণ করি পুনর্জন্ম ।