মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শর্মিলা ঘোষ


শর্মিলা ঘোষ

ধর্ম

সম্প্রীতিতে মিশলো যখন
ভোরের আজান, শাঁখের সুর
মাঝদরিয়ায় ভাসিয়ে নাও
হিংসা তখন অনেকদূর।

মৃত্যু যখন আসবে যেচে
কালবোশেখী নাচন নেচে
চিতার আগুন জড়িয়ে ফাগুন
ধর্ম বুলি ঘুমের দেশে।

কবরখানি জড়িয়ে আপন
চোখের জলে বাজিয়ে কাকন
দোয়া পড়া খন্ড হৃদয়
ধর্ম তখন মর্মে যাপন।

ঈদের সিমাই, ঢাকের শব্দ
পুজোর থালি পরমান্ন
পেটের খিদে মিটিয়ে পাষাণ
চাষীর ধর্ম লাঙল আর অন্ন।

শ্রমিক মালিক মৃত্যু সুধা
পান করতে কিসের দ্বিধা !
প্রাণ পাখিটি বেরিয়ে বিকল
এখন ধর্ম কোথায় রাখবি বল!

মানবধর্ম আপন করে
শান্তির দূত উড়িয়ে ভোরে
সীমান্ত সব মুছুক তুফান
লালন মন্ত্রে হও আগুয়ান।