মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

বিকাশ চন্দ


বিকাশ চন্দ

আমাদের ঘর বাড়ি

সশরীরে হেঁটে গেছি বহু পথ জানে সে ছিন্ন প্রাণ
কোথায় আছে শোবার ঘর রান্ন বান্না হাঁড়ি কুড়ি
এদিক ওদিক জল ছবি রঙ ধুয়ে দেয় জলের ধারা,
ছেলে খেলার বয়স ভাঙে নিরন্তর রাস্তার ঠিকানা---
সন্তান সম্ভবা মা বোঝে না  এই জন্ম ভিটে
ভরে থাক আদরে ঘাসের চাদর প্রাসাদ হয়ে যাবে।


হঠাৎই বাতাসে ফুলের গন্ধ প্রজাপতি রঙের ভোর----
ঘরে ঘরে তখন ফুলেদের পরাগ মিলন গল্প,
বড় কঠিন ভুলে যাওয়া সেই সব সীমানার কথা---
কোঁচড় ভর্তি শালুক ফুল বোঝে খিদের ভাষা,
হঠাৎই ঝলসে ওঠে আগুন দুটো পায়ে অঝোরে রক্ত ধারা,
কতটা রক্ত কতটা প্লাজমা নড়েচড়ে গোপন পরক্রমা।


দিনের স্তুতিময় কথাগুলো রাতের ঘূর্ণি বাতাস-----
কতকাল ফুটপাত রাস্তা অপরিচ্ছন্ন কোথাও অবস্থান
একই সমস্যা ম্রিয়মান বেদনা বোঝে শ্মশান গোরোস্তান---
ফুটপাত ঘরে ত্রিপল আড়াল আঁতুড় জন্ম কুঠুরিই জানে
কোথাও তো সেই রক্ত ঘামের হাতে হাত পরম বিশ্বাসে,
এইতো আছি কাছা কাছি জাত গোত্র ধর্ম ছাড়াই আশ্বাসে---
জন্ম দেশ তফাৎ গড়েছে কেনো বা বিচ্ছিন্নতা আড়াআড়ি,
অন্তঃপুরের সীমানা জানে আমরাই সব আমাদের ঘরবাড়ি।