মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

দেবযানী বসু


দেবযানী বসু

সহজিয়া গ্ৰহের মন

সম্প্রীতি দেখাবার ধন নয় গো
কাজের রোজকারে তা বাঁচে
নিবিড় সম আর গভীর প্রীতি
দেশের নাড়ি বেয়ে সবার সহস্রারে
মহাসঙ্গীত বাজে আমাদের আধপেটা পেটে
তান্ডবের গায়ে স্বার্থের ছাপ্পা
প্রীতি থেকে সমের ফারাক সাম্যের ফারাক
ভিটেছাড়া মানবিকতা ...
তাও চোখের আলোয় এলইডি উৎসার কোথাও
নক্ষত্রের সাধনক্ষ্যাপা আলো হে
বাউলের উণপঞ্চাশ অসুখের সুখ
বাংলার জলমাটিতে
পিশাচসিদ্ধ কবিদের অন্তরে
ঈশ্বরের নামে মানুষ মারার অধিকার কে কাকে দিয়েছে?
সম্প্রীতি আছে মানবিকতার বহুস্বরে
সহস্রদল ফোটাবে সহজিয়া গ্ৰহের মনে।