মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

সফিকুজ্জামান


সফিকুজ্জামান

রুধির প্লাবন

যদি বুদ্ধ, যিশু, মুহাম্মদ, ঈশা আর
ঠাকুর রামকৃষ্ণের দেখা হয়ে যেতো
গুজরাট বা দিল্লির কোনো এক
কলঙ্কিত অন্ধকার রাজপথে
তারা কি বলতেন না - এতো রক্তস্রোত কেন বয়ে যায়?
হয়তো লজ্জায় হেঁট হতো মাথা,
পাঁচজন একসঙ্গে চিৎকার করে উঠতেন -
রক্ত নয়, আমরা শান্তি চেয়েছি বার বার।
অশ্রুসিক্ত চোখে চেয়ে চেয়ে দেখতেন
এযুগের হিংস্র মানুষ - রাজা, মন্ত্রী, সভাসদ।
পাঁচজোড়া হাত প্রতিরোধ গড়ে বলতেন -
মানুষকে ঘৃণা করা পাপ,সে পাপে কাঁদেন বিশ্বপ্রভু।
অধর্ম আগুনে পুড়ে গেল ঈশ্বরের মুখ
মর্ত্য থেকে উড়ে গেছে যত ভস্ম রজি
মন্দাকিনীর জলে ভেসে ওঠে গোঙানির ঢেউ
পারিজাত বনে আজ রুধির প্লাবন।