মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়


শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

শুভমস্তু

শুভ হোক নতুন সকাল
যদিও কিছুই শুভ নয়
পশু বলি বন্ধ হতে পারে
নারী মাংস ভোজ্য থেকে যায়।

মন্দিরে ঘণ্টা ধ্বনি বুঝি
চিত্কার ঢাকবার ছল;
ভোরের আজান দিয়ে কেউ
হাতে তোলে খোলা তরোয়াল।

কোমলকে পায়ে ফেলে দলা
প্রবলের মানবাধিকার –!
উভয়েরই শ্রেণীভাগ আছে
সংখ্যায় লঘু কিংবা ভার।

ধর্ম তো অজুহাত শুধু
দেবালয়ে দানবের বাস,
মানুষ? সে যে দলের হোক
আসলে তো পতাকার দাস।

পুরুষ সে পেশিবল বোঝে,
আর শুধু আধিপত্য চায়;
আত্মসুখে ডুবে যেতে গিয়ে
ধর্মকে বর্ম বানায়।

লাশ নিয়ে সওয়াল জবাব –
এটা দেখো ওটা কেন ভুলে?
এর বেলা মোমবাতি আছে
ওর বেলা উঠেছিলে জ্বলে?

শিখিনি বেছে অশ্রুপাত
নীতিহীন নীতি কথা বলে।
এরা হলে গগন ফাটানো
ভুলে যেতে হবে ওরা হলে।

শিখিনি বাছাই প্রতিবাদ;
গলা চিরে চিৎকার করি
অকাল চিতায় যতখানি
কবরেও তত আর্তনাদ!

তবু সেই স্রোতে ভেসে থাকি
অতলে চাই না যেতে তাই,
রক্তে ডুবিয়ে পেনখানি
কবিতায় আগুন ঝরাই...