মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শ্রাবণী সিংহ


শ্রাবণী সিংহ

আলোর বৃত্তে এসো

আজ আর রাম-রাবণের যুদ্ধের অ আ ক খ নেই

সাম্প্রদায়িক শব্দটাই শিরা- উপশিরা দপদপ স্নায়ুযুদ্ধ,

পরপর অনেক সলতে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট।

একাংশ নেতাদের উজবুক রাজননীতি

বাতানুকুল ঘরে

হিংসাপর্ব ঢেলে সাজায় রক্ত ও আগুনে।

রাষ্ট্রের রোমকূপ পুড়ে, উচ্ছন্ন মৌলবাদ

দেশদ্রোহি তকমা এঁটে দেয় দুজনার ভ্রাতৃত্বে।

তবু হাতে হাত মিলিয়ে গড়ে উঠে ঐক্যমঞ্চ, পরাগ উড়ছে  হোলির

মৃত্যুরঙ জানা নেই, শক্তিসাধারণের জীবন সাজায়

নিশ্চিত বসন্তের মেহফিল,পত্রমোচনের অলিগলিতে আপ্লত ক্লোরোফিলে।

সন্ধ্যা নামলেও একই দৃশ্য

মন্দিরের ভজন-পূজন সন্ধ্যা আরতি ভেসে যায়

দরগাহ্‌ আলোর. চেনাবৃত্তে

তথাগতের প্রচ্ছন্ন ওঁম শান্তি

এর বাইরে আর যাওয়ার আছে কি?... নেই নেই

প্রাচীন

তক্ষক ডেকে উঠে জগদ্দল ঠেলে।