সঙ্ঘমিত্রা
সেন
আমরা
যেন কেমন
আমরা
বন্ধুরা বেশ সহজ ভাষায় কথা বলি
নেশা
করি ..বৃষ্টি দেখি এক ছাতার নিচে
ইউনিভার্সিটি---
রোদ্দুরে ঝলসে যায় আমাদের তর্কে বিতর্কে
চায়ের
কাপে তুফান তুলে
আমরা
সমাজ উলটে পাল্টে দেয়ার দুরন্ত বিদ্রোহী স্বপ্ন দেখি
জয়ন্ত
..নার্গিসকে নিয়ে কবিতা লেখে
রফিকুল
ও কেয়া বকুলতলায় হাতে হাত রাখে
অথচ
এই আমরাই একদিন -
"লোকে কি
বলবে"------ রোগে আক্রান্ত হই
বহুদিন
পর রাস্তায় দেখা হলে কুশল বিনিময় করি
আমাদের
আধুনিকতা কোনো প্রশ্ন তোলেনা অবাক হয়না !
কেউ
যদি জিগেস করে ---- "কে "?
বলি
-"-বন্ধু "
শব্দটা
ফাঁকা বাতাসের সাথে ভদ্রভাবে সমঝোতা করে
আমরা
ভালো থাকি
পরষ্পর
বিরোধিতা আমাদের নিরাপদ করে !
তো
এই নিরাপদে মাংস ভাত খেতে খেতে
দাঙ্গার
রক্তে ভেজা নিউজ -দেখা আমরাই
কেমন
যেন দেশভক্ত হতে গিয়ে দ্বেষভক্ত হয়ে পড়ি
ধর্ম
কেন জন্মগত ?প্রশ্ন করা আমরা ..
স্লোগান
লেখা আমরা ..
একদিন
সেই আমরাই আবার
অফিস
যেতে গিয়ে হঠাৎ বাসের ধাক্কায় ছিটকে পড়ি
রফিকুলের
কোলে
আমাদের
অচৈতন্য মুখে জল ছেটায় নাজিমা আখতার
চেতনা
ফেরে ডঃ স্যান ফার্নান্ডেজের হাত ধরে
তখন
শুধু এক বোধ কাজ করে
একটি
মেয়েকে ধর্ষিত হতে দেখে আচমকা ছুটে যাই আমরা ...
মেয়েটি
হিন্দু না মুসলিম ভাবার আগেই ছুটে যাই .রিফ্লেক্সে
তখন
শুধু এক বোধ কাজ করে
বোধের
নাম হয় ধর্ম !
ঘুরে
দাঁড়ায় গণতন্ত্র
মন্ত্র
হয়ে ওঠে .....মানুষ তুমি মানুষ হবে কবে ?
মন্দিরের
দরজা খুলে যায় ইরফানদের জন্য
মসজিদ
খুলে যায় বিমলের জন্য
গুরুদ্বারে
ঢুকে পড়ে গুলিবিদ্ধ দলিত
ভোর
হয়
পরীক্ষার
ফর্মে ..আমাদের ছেলে লিখে আসে
হিউম্যানিটি
ইজ মাই আইডেন্টিটি ....
তার
ডাইরির পাতায় অন্ধকারে জ্বলে ওঠে ফসফরাস
সিগারেট
যদিও এক ক্ষতি
ধর্ম ? সেতো করোনা ভাইরাস!!