মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শাহানারা ঝরনা


শাহানারা ঝরনা

সম্প্রীতির চিঠি

নাই বা হলো চাওয়া পাওয়ার সঠিক বনিবনা
দৃষ্টিজুড়ে সুখ ছোঁয়া দিক ইচ্ছে ধূলিকণা
বায়না দেয়া ময়ূরমহল আবারও চাই ফিরে
বিবেক বোধের আকাশ ঘিরে সূর্য উঠুক ধীরে।

সভ্যতার এই আদালতে বিবাদী ও বাদী
দ্বন্দ্ববিরোধ নৃশংসতায় সমান অপরাধী
কোথায় আছে মানবতার স্বচ্ছআসন পাতা?
খুলবে কি কেউ পরিশুদ্ধির পরিদর্শন খাতা!

সম্প্রীতিরই চিঠি লিখে কবুতরের ডানায়
কে পাঠাবে-আসবে কি তা বোধের বৈঠকখানায়
বিষাদ নিয়ে করছি বসত অসংগতির মাঝে
বৈরী ঝড়ে স্বপ্ন ভাঙে মন বসে না কাজে।

বিশ্বব্যাপী মানবতার অকালমরণ দেখে
চেতন পথের সরু গলি চলছে এঁকেবেঁকে
সাংবিধানিক বৈধ নীতি রক্তে যে আজ মাখা
মানবপ্রীতির সব পড়েছে জিঘাংসাতে ঢাকা।

অথচ -এই আমি তুমি-আমরা সবাই মিলে
ইচ্ছে হলেই হাঁটতে পারি সম্প্রীতি মিছিলে
হিংসাদ্বেষের  কালো আঁধার যায় যদি সব ভেসে
ভিড়বে প্রীতির নৌকোখানি এক মোহনায় এসে!