মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

সমর্পিতা ঘটক


সমর্পিতা ঘটক

জটিল পাজল

নিঃশব্দে আঁকা হয়ে গেল যা হওয়ার ছিল,
নীলের পর নীল জমল,
লালের পর লাল
ক্ষতের পর ধ্বংস আর ধ্বংসের পর ক্ষত।
ততক্ষণে অলি গলি গ্রাস করেছে ধূসর মহাকাল,
রাত্রিদিন বকে চলা মানদা পিসি বোবা হয়ে গেল!
দিনরাত খুঁজতো সে ছেঁড়া ফাটা ভাঙা ছবির টুকরো,
থমথম করে নাড়ি, হৃৎপিন্ড, পাড়ার গলিটার মতো...
টহলের শব্দে আধোঘুমে বোবায় ধরে রোজ,
দিন যায় কি যায় না, বোঝা সহজ নয়।
বিকেলে আর্মি আর্মি খেলে দুরন্ত ছেলের দল।
তারপর?
তারপর একদিন নিকোটিনে-পোড়া জিভ স্বাদ পেল ঝর্নার...
পাথর ছোঁড়া হাতে নেমে এল আধখানা চাঁদ,
বারুদ মাখা কপালে পড়ল দু এক পশলা বুন্দ,
ধান কাটার গান গাইল ওরা পোড়া ফসলের সামনে দাঁড়িয়ে।
ওরা ছাদ পেটানোর গান গাইল পুড়ে যাওয়া মহল্লায়।
যা হওয়ার ছিল না তারপর তাই হল...
জটিল পাজল জুড়ে জুড়ে ছবি তৈরি হল একটাই।
যতবার ইনিয়ে বিনিয়ে গুলিয়ে দিতে চাইবে তুমি, তোমরা,
মানুষ ততবার জুড়ে দেবে অসমাপ্ত ধাঁধা।