মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

সুমন দিন্ডা


সুমন দিন্ডা

তুমি আমি- এপিঠ ওপিঠ

একটা রাস্তায় কতগুলো লাশ
কয়েকটা বেওয়ারিশ কুকুর
আর চাপ চাপ রক্ত
চেটে নিচ্ছে কতগুলো পিশাচ

লাশগুলো উঠে পড়লো
বিপ্লব করতে করতে হেঁটে চললো
পিশাচগুলোকে বলি দিতে
হাতে ক্যারাম বোর্ড আর সাদা ক্যানভাস

সংক্ষিপ্ত সংবাদ দেখাচ্ছে প্রতিবাদ চলছে
কে কেন কোন অপরাধের শিকার কেউ জানেনা
প্রতিবাদ না প্রতিশোধ তাও কেউ বোঝেনি
রক্তটা শুধু ফুটেই চলেছে

চায়ের দোকানে চিঠি আসছে
মুখ থেকে মুখে ঘুরে চলেছে কথা
কাল্পনিক একটা অস্তিত্ব স্বীকার করে নিয়ে
মহাকাব্যকে করে তুলছি ইতিহাস

রক্ষা পাওয়ার অনেক উপায় ছিলো
অথচ সেগুলো না দেখিয়ে বলা হলো আগুন জ্বালতে
ঝাঁপিয়ে পড়ে তুলে নিলাম দেশলাই
ঘর আর রক্ত দুটোতেই আমার ভাগ রেখে যাবো