মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

নাসির ওয়াদেন


নাসির ওয়াদেন

তুমি বলেছিলে সব প্রস্তুত

তুমি বলেছিলে সব ঠিক আছে,বিষ ঝরছে,
তবুও সবকিছু ঠিকঠাক? বিশ্বাসই নেই
পুড়ে ছাই সবঘর,লাশ পোড়ে, বেদনা কাঁদছে
সেতারের সুরে বিষাদের তান, এ অরণ্যে

ছেলে খোঁজে বাবা, মা মেয়েকে,বাইরে অন্ধকার
ওৎপেতে আছে শকুনের ছায়া রঙিন সাঁতারে
ধোঁয়া থেকে উড়ে জিঘাংসা মেঘ, ঘৃণাবারি ঝরে
ছেলেটি শুধু জাত খুঁজে মরে জন্ম দিয়েছে তাঁর

দেবতা এখনও ছোঁয়াছুঁয়ি নিয়ে দ্বন্দ্বে দোলে
মানুষ সেখানে গালাগালি আর জাতপাত তোলে
মানুষ মানুষকে ঘৃণা করে যায়, স্বার্থ নাড়ে মাথা
ভালবাসা যায় না কি তারে? বিশ্বাসী, ব্যাকুলতা

ধর্ম দিয়ে সান্ত্বনা মেলে  জোটে না পেটের ভাত
ভাতের কাছে জাত নয় বড়,ক্ষুধার আগুনে হাত
কেউ বিশ্বাসী মৃন্ময়ী, কেউ বা চিন্ময়ী, নিরাকার
আকারে প্রকারে যাই বা থাকুক, রক্ত ললিতাকার

প্রজা চায় সজ্জন রাজন, ধর্ম তাঁর যাই হোক
বিশ্ববাসী পুজিবে তারে গুণগান গায় বিশ্বলোক
ধৃতরাষ্ট্র সম অন্ধ হলে ধিক্কার উঠে বুদবুদ জলে
মানুষ তুমি মানুষের হাত বাঁধো মানব শৃঙ্খলে

মানবতার চেয়ে উৎকৃষ্ট কিছু  মানুষই সুমহান