মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল


ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

ধরো হাত

ঈশ্বর আছো না কি বহুদূর ?
রাজপথ ভেসে যায় রক্তে
রোজ ভোরে আজানের সুমধুর
রাত যায় ভোর ফোটে মুগ্ধে ।

রামুচাচা খুব ভালো পড়শি
বিপদের দিনে ছিল ভরসা
ভাঙা বাড়ি ভাঙা তার আরশি
কালো মেঘ হবে কবে ফরসা।

মসজিদে তালা ঝোলে কেন যে
দিনগুলো ছিল খুব সুন্দর
ভিড় ঠেলে যেত কাকা নামাজে
সদাশিব কবে হল বর্বর?

আলো দিনে ঘুচে যাক কালোরাত
দুজনের সুন্দর কান্তি
আমাদের বোন ভাই ধরো হাত
মোমবাতি জ্বেলে খুঁজি শান্তি।