মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

কৃপাণ মৈত্র


কৃপাণ মৈত্র

সম্পর্ক

তখন ছিল একটা বন্ধন আত্মরক্ষার সংযম
নগ্নতায় সৌন্দর্য ছেনে আনত মনের সুকোমল
বৃত্তি, অমলিন হাসির উদাত্ত আহ্বান। সময়টা
অতীত, সভ্যতার আদিলগ্ন মাংসখেকো মানুষের
আমৃত্যু কৈশর সারল্য। তারা সরে গেল, জমে
উঠল রসবসতির পশরা, সুন্দর আবরণে ঢাকা
রঙিন মানুষ। গোপন গহ্বরে বিষের সমুদ্র
উগরে হাসির তরঙ্গ। ভেদাভেদের অসংযমী দৃঢ়
প্রাচীরের দু'পারে যুযুধান। শান্তির বাণী যেন
শ‍্যাওলাজমা কঠিন পাথরের মখমল পলেস্তার।
পিচ্ছিল সম্পর্কগুলো হাতড়ায়  নিশ্চিত আশ্রয়।
অথচ খুঁড়ে দেখলে কবরের কঙ্কালের নেই
কোনো ভেদ। শুধু পরিচয় অতীত একজন,
যুদ্ধ করে শেষ হয়ে মাটির তলায় শত্রুর সহশয‍্যা
মাটি থেকে উঠে আসা মাটিতে ভরসা
তবুও কি শিক্ষা হয়। ভিক্ষার ঝুলিটা
অপূর্ণ  চিরকাল। শূন্য মুঠির ফাঁদে দেয়না ধরা
যার জন্য প্রাণ বাজি রেখে নিজেকে নিঃশেষ করা।