আবদুস সালাম
অপেক্ষা
শুধু কার্বন আর
মিথেনে ভরপুর
বিষাক্ত পৃথিবী পরতে
পরতে সাজিয়েছে
বিরামহীন উপপাদ্য
মৃতময় পরজীবী বেদনার
সাথে বেঁ ধেছি ঘর
বিড.ম্বনা নিয়েই
ভাবছি মেঘবতীদের কথা
শুনবো শূন্য দুপুরের গান
প্রতিরোধের দেওয়াল
ঠিক ভাঙবে দেখে নিও
কবিতার শব্দগুলো
উনুনে হবে ভাজা
মৃদু সুবাসে ভাসবে চরাচর
নাচ
সত্য খুঁজে চলেছি
প্রতিদিন
নিয়ন্ত্রণ রেখা
বরাবর চলে ফ্ল্যাগ মার্চ
আপোষহীন দরজায়
মানবতা মাথা ঠুকে
চৈতন্য ধর্ষিত হয়
সন্ত্রাস বাজায় ডুগডুগি
চৈতন্যের বাগানে
চাঁদ লজ্জায় মুখ ঢাকে
মহাশূন্যতা ঘিরে
জন্মভূমি উথালপাথাল
স্বপ্ন কথারা বিপন্ন
তত্ত্বের ব্যাখ্যা দেয়
তত্ত্ব
সৈনিকেরা ভাঁজে মুগুর
অসত্যের দরজায় সত্য
মুখ ঘষ্টা খায়
দাঁড়ানোর জায়গা
ক্রমে শুরু হয়ে আসে
আর্তনাদের পথে সত্য
অন্ধের মতো হাঁটে
সহানুভূতির সব
দরজা বন্ধ হয়
সাধারণ মানুষ
সত্যসন্ধানে দিন পাত করে
অবিশ্বাস দু'হাত তুলে তাধিন তাধিন নাচে
অভিযান
কাকতাড়ুয়ার গায়ে
ধর্মের নামাবলী
নিষিদ্ধ পোশাকে ঢেকে
দিলাম ভারতবর্ষ কে
শব্দহীন চোখে তাই
অনাগ্রহ যাপন
বিভৎস বর্ষা নেমে
আসছে থিকথিকেউঠোনে
এই অভিযানে মৃত্যু এসে ফ্যাকাশে জানালা খুলে
দেয় রোজ
মৃত ভবিষ্যতের হাত
ধরে প্রাণপন চেষ্টা করলাম
ছুটলাম
সূর্যদয়ের দেশে
একটা স্নিগ্ধ সকালের
রোদ নেমে এলো বারান্দায়
বর্ষা মঙ্গল
কিছু বিড়ম্বনা ব্যাখ্যাহীন
হয়ে যায়
বোঝাতে পারিনা নিজেকে
হাওয়া বদল হয়
অসহানুভূতির পাষাণে নিস্ফল
আক্রোশ মাথা কুটে
নৈঃশব্দের ডাকে চেতনা হারিয়ে
যায়
সংকীর্ণ হয় আকাশ
দিন দিন আত্মমগ্নতা ডানা মেলে
ঝোপবুঝে কোপ মারে পিউরিট্যান
নৈতিকতা
নিজস্ব বাগানে এঁকে দিই চুম্বন
অনাবৃত সুখ আদীষ্ট হয় বারবার
লকডাউনের শরবত এখন লোকে খাচ্ছে খুব
বৃষ্টি ভেজা মাঠ
নিঃশব্দে খেলা করে কেঁচোর দল
মুখোশের ভিতর থুতু গিলে ফেলি__
ব্যাখ্যাহীন হয়ে যায়
অস্ফুট ছায়ায় বিড়ম্বনা গুলো
আঁশটে গন্ধ মাখে
ভাষার সমুদ্রে ওঠে ঝড়
বদলে যায় জীবনের ভাষা
আত্মকেন্দ্রিক নীরবতা চেয়ে
দেখে শাব্দিক উঠোন
জলতরঙ্গে বেজে ওঠে বিষাদের সুর
নির্বেদ বিশ্বাস মুখ থুবড়ে
পড়ে
অদৃশ্য ভাবনার যুগকথা লিখে রাখি
শূন্যতা গিলে খায়
চৈতন্যের হাওয়ায় নিরুচ্চারিত
জলাশয়ে ডুবে যায় মৃত্যু কথা
সংসারে অনিমেষ বৈরাগ্য বেহালা
বাজায়
চৈতন্য ভোঁতা হয়
পেঁচারা ডেকে ওঠে
অসহায়ত্বের সমাধি হয়
হয়তোবা এজন্য প্রেমিক প্রেমিকা বাড়ি পালানোর দায়ে
ঝুলে পড়ে গাছে
প্রেমের জলতৃষ্ঞা আঁকা পাড়া
মহল্লার ক্যানভাসে
ক্লান্ত ছায়া পড়ে দীঘির জলে
বিমর্ষ বাউল বিড়ম্বনার সুর
তুলতে চেষ্টা করে ছিন্ন একতারার তারে
এভাবেই কিছু কিছু বিড়ম্বনা ব্যাখ্যাহীন
হয়ে যায়।
সময় গড়িয়ে যায়
কৃষ্ণ চূড়া ডালে ডালে আঁকে
প্রেমের বিজ্ঞাপন
চেতনা মিশে যায় আষাঢ়ের রঙে
থেকে থেকে ঝিলিক মারে সহবাস কথা