শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

পার্থ সরকার


পার্থ সরকার 

শুকনো ডালপালা
ঝলসানো স্তব্ধতার মুখে

শুকনো ডালপালা ঝলসানো স্তব্ধতার মুখে
রাতের সব মুখে ইট
এক ধ্রূব সত্য
এক তর্জনী আপোষহীন ?

একটা ছাপ
পোস্টকার্ডের পিছনে
একটা সবুজ
সবুজ নিধনের পরেও
হয়তো ধূসর
তবু, ...

একা শহর ভাঙে
একটা গ্রাম আসে
সবাই বাইরে বেরোয় দৃশ্যহীন
নিরর্থক কঙ্কাল
আকালের সন্ধানে ধুনি জ্বালায় সন্ন্যাসী
তবুও, কিছু রক্ত... ...

নিহত হওয়া খুব সহজ ব্যাপার।






       
শিরার পর শিরা
খুলে যায় স্বদেশ     

শিরার পর শিরা খুলে যায় স্বদেশ
এক দ্বেষ তালিকা বহির্ভূত
ছড়ানো বোতলে থরে থরে মেঘ আনে তুষার
এক নষ্টামি
প্রশাসনের অন্তর্গত
খেয়াল করেছে তাহা শল্যচিকিৎসক
শল্যচিকিৎসাহীন
ভয়হীন এক জরায়ু
কিন্তু, অন্য কোন বসবাসে
অবকাশে  আর কোন রাজার বাঁশি ?

একার হাটে
রাজা একাই বাজায় বাঁশি
অন্য বাটে প্রজা 
অন্য জলরাশি ।






তুমুল বিষপানে
মত্ততা রাখে মূল্যায়ন    

মত্ততা রাখে মূল্যায়ন
তুমুল বিষপানে
রেটিং!
নীচে নামায় জমাদার
ওপরে ওঠার
মানসিক হাসপাতালের সিঁড়ি
কিংকর্তব্যবিমূঢ় অভিনন্দন প্রথা
যাযাবর প্রথায়
এবারো ঘরছাড়া
ঘরমুখো বলাকাদল

একবিন্দু জরিমানা রাখে
মায়ের নামে
একবিন্দু বিপত্নীক পিতা ।