শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

হরেকৃষ্ণ দে


হরেকৃষ্ণ দে

মনের ক্যানাল সিস্টেম

রৌদ্রের ফুসফুস থেকে জ্বালিয়েছি পাঁজরের ক্ষুধা
বীর্যচরের সুদূর দিগন্তরেখায় পুরুশালী মেঘ
তপ্ত সবুজের প্রকট বুক থেকে খসে পড়ে
সোনালী স্পর্শ

নদের নীদ কেড়ে শুয়ে থাকা মনের ক্যানাল সিস্টেমে ভেসে চলা দুপুর

প্যারাশুটে উড়তে থাকে হৃদপিণ্ডের অলিন্দেরা







উলফ্রামের আলো

মাটির ভেতর হাতছানির ইঙ্গিত
মেরুদণ্ডের বনানী আটকায়
জংলী মরদের করতলের ঘামে উৎক্ষেপিত
সংসারের নিগূঢ় রান্নাচালায় বেজে ওঠে
সুস্বাদু পদের ঘ্রাণ

ফতুয়ার পকেটে জমাকৃত হৃদয়ের তড়িৎ
উল্লাসে আলোকিত হয় উলফ্রামের আলো








বাবুলগাম

প্রতিটি জীবন জারে সাজানো চোয়ালের হিংস্রতা
সামাজিক চর্বনের লালায় মধ্যবিত্ত দেনার ক্যালেন্ডার
বুদ্বুদের সৌন্দর্য ঠোঁটে ঝুলতে থাকে
আক্ষেপের স্বাদ
প্রসারিত আঠার সুতোয় জেরবার জীবনের
নিভন্ত আসবাব
         





পার্থেনোকার্পি জীবন

ইউটিউবে চোখ বন্ধক রাখা মনগুলো জিন্সের মত টাইট ফিটিংস
ফিলিংসের মেঠোপথ পথ দেদার ফাঁকা
যেন মানবিক ডিসটেন্স শিক্ষার রক্তে স্বল্প হিমোগ্লোবিনের ছায়াভয়

ফাঁপা স্পর্শের ঘনবস্তুর মত স্পন্দিত বুক
গিভ এন্ড টেক পলিসির লালায়িত উৎসেচকে পূর্ণ এক পার্থেনোকার্পি জীবন...








অ্যালবিনিজম রাত্রি

জীবন রাত্রির আকাশে জিনের নক্ষত্র
চেয়ে থাকা ধারক ও বাহক কোশ
ত্রুটিগত সময়ের বিজ্ঞান হানা
চেতনা স্ট্রীটের গলি আজ ঘোর অমাবস্যার মত গাঢ়
শুধু স্পর্শের বর্ণরা ক্ষুধার্ত অনুভবে
জেগে থাকে অ্যালবিনিজম রাত্রি...