নাসির ওয়াদেন
আলো
এত আলো, তবু চারিদিক আলোহীন
নির্গুণ
নক্ষত্র জেগে আছে
উঠোনে,
কার্নিশের
ঝুলে
গন্ধরাজ লেবুর গায়ে
অন্ধকার জড়িয়ে থাকা
গ্রহের মানুষজন,অগ্রহের ছাদে খোঁজে আগুন
ফাটল
জমে থাকা রোদ মেঘ
রঙে গেলে মিশে
পর্দার ভাঁজে
লুকোচুরি করে খেলা
একান্ত আপনকেই
রাত্রির ভিতরে ফোটা
দু'মলাটে বেঁধে রাখি
তোমার আমার দীর্ঘ
ফাটল, ফেরারি পাখি
মাঠ
ঠোঁট কামড়ানো
মাঠে রাত আনে এই চাঁদটি
হেসে ওঠে শিশিরের
কথা, স্বপ্নে ভাঙা অঞ্জলি
এক জাগতিক চোখ
অরণ্যে খোঁজে সুখটান
যে চোখ চিরঅন্ধ, আলোচিত খোলা আখ্যান
এ মাঠে ধূ ধূ , শুধু পোড়া ফসলের
সোঁদা গন্ধ
কুয়াশা চাদরে বাঁধা
কিশোর-কিশোরীর ঘুমটি
খাঁ খাঁ বাতাস
শঙ্খচিল উড়ে খুনসুটি এ বসন্তে
মাঠে মাঠে গো-ধেনু
ডাকে হিল্লোল দশ দিগন্তে