শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

বিকাশ চন্দ


বিকাশ চন্দ

সচকিত শবের শৈশবে

দ্বিতীয়া চাঁদের নিশি নিথর বালির চড়া---
হৃদ বলয়ে কান্না যত,
লুকিয়ে কাঁদে অবিরত---
ঘিরে আছে চতুর্দিকে অকাল মড়ক জ্বরা।

প্রিয় যত কথা বুকে বেঁধে যত অঙ্গীকার,
ত্রিপল ঢাকা জীবন ঘরে---
জীবন যাপন গুমরে মরে---
হঠাৎ জীবন বোঝে কে আজ সঙ্গী কার।

এমন তর নিঃস্ব সময় দেখবে শুধু মড়ক,
সোনার স্বপ্ন গভীর নীলে---
এমন ছিল কি আদিম কালে,
অনভ্যস্ত যন্ত্রনা কি ভবিষ্যতের সড়ক।

ধৈর্য্য ধরুন দিনে রাতে সাথে আছে বঞ্চনা,
জীবাণুরা সজাগ এখন---
সচল বিশ্ব বুঝবে কখন---
জন্ম মৃত্যু সোহাগ সিঁদুর কে যে কার সান্ত্বনা।

মৈত্রী বলয় কেমন বাঁচে বিশ্ব জোড়া বৈভবে,
বুকের ভেতর কি অহরহ---
রাত দিন ভয় তাও প্রত্যহ---
দুর্বহ সে অকাল শর্ত সচকিত শবের শৈশবে।






কখন লুকিয়েছি মুখ

কেউ কেউ জানে হয়তো পৃথিবীর অসুখ---
অতল সমুদ্র জানে নীল বৃত্তে আগুন বলয়,
যে ভাবেই হোক খুলেছে মুক্তোগর্ভ ঝিনুক
অতল স্রোতে অগ্নিমুখে রক্ত প্রবালের উৎসব,
মাটিতে জেগে আর্তি ভিন্ন কথা ভিন্ন স্বর বোধ---
কত ভাষায় জেগেছে প্রার্থনা নম্র অন্তর্বোধ।

পোড়া বনাঞ্চল হারিয়েছে জন্ম অস্তিত্ব বোধ---
পড়ে আছে মানুষ তলায় বন্য হলুদ ঘাস,
পূবালী হাওয়ায় ভাসে সবুজ পাতার আলো
এখনো বুনো পাখিদের গানে মুখর বাতাস,
বিল সারস ফিঙে গাঙচিল চাতক ভিক্ষুণী--
রজস্বলা হরিণী জানে সে বড় মন্দ ভাগিনী।

বকুল গাছের আড়ালে পাপিয়ার মায়া ডাক
কোকিল ও জানে অসময়ে গানের অধিকার,
আমাদের মুখে দুঃখ ভেতরে বানাই সুখ কথা
পাষান ঘরে লুকিয়েছি মুখ কেবলই অন্ধকার,
এখনও আত্মার মতো বৃষ্টি ভেজায় জীবন---
কখন লুকিয়েছি মুখ প্রার্থনায় অমৃতের ঘরে।







প্রতিধ্বনি বাঁচার শূন্য পথে

১.
ভঙ্গুর শরীর পাঁজর ভেঙে উড়িয়ে দিচ্ছে ডানা
পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে শেকল,
ঝলসানো চামড়া ঝড় ছেঁড়া বাকল---
চালে ডালে মোটা ভাতের বাঁধন ঘরের খানা।

২.
ফুটি ফাটা পায়ের আস্তরণ জমাট রক্ত বিন্দু
নিজের ঘরে ফেরা হাতের স্বর্গ,
মাথার উপর ঝোলে নিদান খড়্গ---
আচ্ছা ভারত স্বচ্ছ ভারত হায় করুণা সিন্ধু !

৩.
আঁধার রাতে সাঁতার কাটে সাত সমুদ্র পাখি
মিলিয়ে যাচ্ছে ছড়িয়ে ঠান্ডা হাওয়া,
একুটু খানি আশ্রয় করজোড়ে চাওয়া----
অচেনা পথে হোঁচট ওদের পাখির মতো ডাকি।

৪.
সত্যি একটু আলো দাও সত্যি একটু হাওয়া---
শ্রমের শরীর এখন অচল প্রাণ---
অকাল সময়ে সাদা ভাতের ঘ্রাণ,
মাথার উপর ঘিরে থাকে সমুদ্র পাখির ছাওয়া।

৫.
যাদের বন্ধু ভাবি জীবন ভাবি পথের সখা সখি
শুষ্ক প্রতিধ্বনি বাঁচার শূন্য পথে---
খোল করতাল রাজা আসেন রথে
আকাশ পথে গোপন হাসি নিত্য চোখাচোখি।