শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

রুকসানা রহমান


রুকসানা রহমান

নির্ঘুম রাতে

অপরাজিতা রাত ছিলো,
ছিলো জোনাকির স্রোত।

আজ একলা আকাশে
মেঘের তুষারে ভেসে যায়,
ভেঙে যাওয়া খন্ড,খন্ড স্বপ্নগুলো,
নির্ঘুম  রাতে চোখের বর্ষায়
অতীত অস্পষ্ট...!







নেই এর ভিতর

নিজেকে হারিয়েছি সেই -কবে...
কৃষাণের মাঠে ধানের গন্ধে
খুঁজেছি ভোরের আলোয়
কবোষ্ণ কুটিরে 
স্বপ্নবিহীন স্বপ্ন স্মৃতির পরাগে।
কিন্তুু নেই, কোথাও নেই-এর ভিতর,
কেবলই কাঁদে
জীবনের প্রতিটি বাঁকে
আগামী দিনের কাছে ...?






স্বপ্নগারদে

চারিপাশে শূণ্যতার বন্দনহীন কুয়াশা
কম্পিত কঙ্কনহীন হাত মেলে দেখে
পূর্বসূরি জ্যোৎস্নার আজও
জেগে থাকা দীর্ঘায়ু পরানের ভিতর
কান্দে স্পর্শরেখায়
নৈঃশব্দের উজানের ঘাটে উত্তাল ঢেউ
স্বপ্ন গারদে!

সেই হলুদ রাত্রির পাঁজরে 
ডুবেথাকা সর্বনাশা পিরামিড চোখ
বিস্ফারিত..