সলিল মজুমদার
এক
চাঁদকে বন্দী করে
তার সমস্ত আলো গায়ে মেখে
রাতের বিছানায়
ঘুমিয়ে পড়লাম।
আর তুমি কি করলে
তুমি তোমার চুলের
গভীরে আশ্রয় নেয়া
গ্রহ, গ্রহাণুপুঞ্জকে
ছড়িয়ে দিলে
সমস্ত মহাকাশে।
দুই
সকালের হাঁপড়ের
আগুনে
লালচে জ্বলন্ত লৌহ
হাতুড়ির আঘাতে
দুপুর গড়িয়ে সন্ধ্যে
রাতে একটি ধারালো
অস্ত্র
খুন করো প্রতিদিন
আমায়......
তিন
তোমার পাতা
ল্যান্ডমাইনে পা পড়েছে আমার,
সরার কোন উপায় নেই।
গ্রহণ করে নাও
আমায়.......
পিছন ফেরার তাড়া
নেই।