শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

জয়া ঘটক


জয়া ঘটক

যুদ্ধ

'মৌন সন্ত্রাস 'ধ্বংস করে দেয় সম্পূর্ণ সভ্যতা।
যুদ্ধ করবো কি ভাবে বলো কমরেড?
অস্ত্র তো সব ভোঁতা হয়ে গেছে
অবিশ্বাসীদের চক্রান্তে!
সঙ্গ দেবে কিনা তাও অনিশ্চিত।
কিভাবে যুদ্ধ করবো বলো কমরেড!
চাবুকের আঘাত হানছে অনবরত এই সমাজ।
অভ্যাস নেই বহুদিন। তা
ই সব অস্ত্র ত্যাগ করে
আমি এখন শরসজ্জায় শায়িত।






বাণ

যত তীব্র হবে মিলনের আকাঙ্ক্ষা ,
শব্দের মিছিল ও সমাবেশের  ভিড় হবে।

যত তীব্র হবে ভালোবাসা, ততই বাড়বে
বিরহের ব্যথা। হৃদয়ে বিদ্ধ হবে রতির কান্না।

এই সফর যখন শেষ হয়ে যাবে
থেকে যাবে শুধু  হৃদয়ে বিদ্ধ
বাণখানি।






শ্রাবণ

শ্রাবণের জল ঠোঁটে মেখে
বসে আছে  যে কিশোরী আজো।

ভুলে গেছে সে সুখের কথা বলতে।

নৈঃশব্দ্যের চারণভূমি শুধু অপেক্ষা
করে শব্দের পদধ্বনি শোনার জন্য।