জ্যোতির্ময় মুখোপাধ্যায়
কাকতাড়ুয়া
সরকার যেন একটা
কাকতাড়ুয়া টাঙিয়ে রেখেছে দেশে
দানাহীন পেটে খিদে
নেই
ভয় জেগে আছে
এবং
একটা ক্ষুধা আঁকব
তারপর, ক্ষুধার ঢলে গড়িয়ে
দেব ঘরে না ফেরার পথ
তোমরা শাঁখ বাজাও, উলু দাও, কাঁসর, ঘন্টা, হাততালি
এখন অভিষেক হবে মৃত
মানুষদের
বন্ধু
জানি, উৎসবে ব্যসনে চৈব
দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে
রাজদ্বারে শ্মশানে চ
যস্তিষ্ঠতি স বান্ধবঃ
তবু, দরকারে সবাই সবার
পাশে থাকবে
এমন কোনও অজুহাতে
বিশ্বাস নেই আমার
তবু জেনে রেখো, পাশে না থেকেও
পাশে থাকার অনুভবটুকু
জিইয়ে রাখাটাই
অনেক বেশি দরকারি