মোফাক হোসেন
অন্ধকার বসে আছে
খোলা আকাশের নিচে
অন্ধকার বসে আছে,
মারণ অস্ত্র হাতে।
বিষণ্ণ চেতনা হেঁটে
যায়
প্রখর রোদ গলি পথে,
ধেয়ে আসছে
ঘূর্ণিঝড়
তাড়া করে চলন্ত
স্বপ্ন ,
বাঁক নেওয়া স্রোতের
বিপরীতে,
কুঁকড়ে যায় মৃত্যু, প্রহরী রাত।
সমুদ্রের বুকে মিটিমিটি
নক্ষত্রের আলো
মুখ ঢেকেছে রুমালে ,
সবুজ ঘাসগুলি বঞ্চিত
হয়ে
ঢলে পড়ছে ঘাতক
ছায়ার কোলে।
সূর্যের
প্রথম ছোঁয়া
আরও একটি
সূ্র্যের ছোঁয়া পেয়ে
কুঁকড়ে
যাওয়া হৃদয়ের পাঁপড়ি
চনাক করে
উঠলো,
মাদার
গাছের তলে দুর্বা ঘাসের আড়ে
শুঁয়োপোকা
বাতাসের ঘরে খেলা করে।
উম্মাদ
রোদ বাহু তুলে ছুঁয়ে আছে
কলমির লতা, ফাঁক
দিয়ে দেখে
স্বার্থপর
পৃথিবী চতুরতা।
আঁধারে
ডুবে শান্ত আলোর ভীড়ে,
কোমায়
থাকা ইচ্ছেগুলোর পাশে
তেপান্তরের
মাঠ একলা বসে আছে।
তবুও আসবে
এক নতুন সূর্য
কাঁচা
পাকা দাঁড়ির গভীর গহীন কোনে,
ঘুমিয়ে
থাকা চামউকুনে।
দেশলাই
জ্বেলে অনুভব
করেছি
আগুনের তাপমাত্রা,
ছাঁকনিতে
পারিনি ছাঁকতে চায়ের লিকার
ঠোঁট
পুড়িয়ে পান করেছি ফুটন্ত শরীর।
ডানার
সমুদ্রে মৃত্যু
পর্দার
ফাঁক দিয়ে দেখি
ডানার
সমুদ্রে মৃত্যু পরোয়ানা জারি
বহনকারী
কাগজের নৌকা,
ছুঁটে চলছে
ছায়া গলির খোঁজে।
আতঙ্কের
ফাঁকা থালা দাঁড়িয়ে আছে
অন্ধকার
নক্ষত্রের ভিড়ে
ক্ষীণ
চাঁদের আলো মেখে
হতাশায়
গেছে ডুবে ।
নিথর সময়
এসেছে কাছে
একগাঁছা
দড়ি নিয়ে হাতে,
ভাগাড়ের
দরজায় অট্ট হাসে
মাক্স
পড়ে ইতর পাখিরা বসে।