রোশনি ইসলাম
গতি
নানান রঙের টিউলিপ
আছে বাগানে
দূর থেকে মনে হচ্ছে
যেন নক্ষত্রের দল।
স্নিগ্ধ কুয়াশামাখা
পাইন-দেবদারু বন
টয়ট্রেন চলছে নিজের
গতিতে...
আকাশ ও নদী
নদীর ধারে পিপুল
অশ্বত্থ গাছ
মুষলধারে বৃষ্টি
হচ্ছে
সবুজপাতার উপর
পিঁপড়ে-পরিবার।
যাত্রী-বোঝাই নৌকা
নদীর এপার ওপার
ভেসে যাচ্ছে।
নদীর জলে পড়ে গেল
পিঁপড়ে-পরিবার
উপরে ঘনঘোর সীমাহীন
আকাশ।
উৎসব
২০০ বছরের পুরোনো
উৎসব
লাদাখের জনপ্রিয় ‘হেমিস উৎসব’
অনেক দূর থেকে শোনা
যাচ্ছে
পাহাড়ি গান
দেশ-বিদেশের
পর্যটকের ভিড়
উৎসব শেষ হল বিকেল ৪টে
বিদায় বিকেলের রোদ
মানুষ জীবজন্তু ও পাখি
ফেরার অন্তহীন
পথে...