মোহাম্মদ
আন্ওয়ারুল কবীর
তবুও ধরে থাকো
উজানস্রোতে বাইছো
বৈঠা
বৎস,তবে তুমি ঠিকপথেই
আছো
সত্য বড়ই একা-
ঈশ্বর নিঃসঙ্গতায়
জ্বালায় আলো
সূর্যও ছড়ায় বসে
একাকী
হয়েছো কি
নির্বান্ধব!
তবুও ধরে থাকো
সত্যের হাত।
কবিতা ইদানিং
জীবন ফাল দিয়া যায়
ইয়ার্কি ইয়ার্কিতে
শব্দ রোপন
ঝলক মারে কবিতার মুখ
দূর্মুখেরা করুক
ব্যবচ্ছেদ
পরোয়া কে করে!
এফিটাফে গোপন ফিসফিস
কবিতা শুয়ে আছে।
মাহেন্দ্রক্ষণে
বিদ্যুতস্পৃষ্ট চড়ুই
ঝুলে আছে
চারপাশে ঘোরময়
কিচিরমিচির -
কে যেন বলে যায়, “এগিয়ে আসছে সে,
আটকাতে পারবে না কিছুতেই!”
আমাকে ভাবায় না -
মাহেন্দ্রক্ষণে একে
একে সবাই খাঁচাছাড়া হয়ে যায়