মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

নির্মাল্য ঘোষ


নির্মাল্য ঘোষ

চিরন্তন

কল্পনারও ডানা হয়...
এর মধ্যেই তুমি শিল্প খোঁজ...
একটি বিন্দুর জন্য এত উত্থান...
এত আবেগ... এত ভালোবাসা...
এত আগলানো...
প্রেসক্রিপশনের সাময়িক ইতিহাস
এটা নয়...
এটা চিরন্তন...
ঘুমের মধ্যে জাগার শিল্প....
মুক্ত প্রাণ জানে...
বাকিদের প্রাণপণ আয়োজন...






শূন্য

কবে জলে পড়ব সেটা ভেবে আমি
সাঁতার শিখি না...
আমি গীটারের তারে তারে সাঁতার
আঁকি....
ফুসফুসে মেঘ হওয়া জানি...
আকাশে বাতাস ওড়াতেও পোক্ত...
এবার সেই শূন্যের হিসাব মেলানোর
পালা...
লক ডাউন পারবে না আটকাতে....
কারন, বিপর্যস্ত কলোনিতে নতুন করে
বিপর্যয় আসে না কিম্বা আত্মহত্যা

 





অশরীরী

রক্ত এঁকে এঁকে আমি ক্লান্ত...
এবার সবুজ হব...
কিম্বা রামধনু...
সূর্যাস্তেরও কিছু দাবি থাকে..
বুঝতে শেখ...
গীটারে তখন পাট্টাইয়ার সুর..
আর সমুদ্রের নোনা জলে তিমির
আনাগোনা
সারা জীবন শরীর ভাবা মন অশরীরী
স্পর্শ পায় আচমকা..