শর্মিষ্ঠা ঘোষ
ভাবি
ভাবি তাকে প্রাণের
পাশে রাখি
ভাবি তাকে জন্ম
মৃত্যু দিই
আমি বুঝি ততটা
দরকারী ?
আমি মোটে সময় নামের
ধাঁধা
প্রতিদিন তল্পি
তল্পা বাঁধা
প্রতিদিন বাসন কোসন
ভাঙে
প্রতিদিন পরাজিত ঘরে
আসা
প্রতিদিন রাতেই
বৃষ্টি নামে
কোনদিন জবাবদিহি হোক
কোনদিন উল্টোপাল্টা
চলি
কোনদিন নাহয় থাকুক
শোক
কোনদিন একলা অভিযানে
ফুঁ
গলার কাছে দলা
পাকিয়ে গেলে ফুঁ মেরে দেখুন
তারপর দু মিনিটের
শোকসভা
তারপর ধরুন সবুজ নীল
অরেঞ্জ অসংখ্য রেখা
আপনাকে ঘিরে মানে
চারপাশের সবকিছুই
গান পাচ্ছে আপনার? গলা চিরে একটা গোঙানি
হ্যামলেট হতে হতে
ম্যাকবেথের মত কাঙ্খা সওয়ারী
তারপরও তুমুল
ট্রাজিক হিরো আমাদের বোবা বোঝাপড়া
মজা
ভাবতে ভাবতে হাসি
পেয়ে গেল
একটু খটকা কাটিয়ে
উঠেই হো হো ফেটে পড়ছি
মনে মনে
ঠোঁটের কোণে চিলতে
প্রশ্রয়
তবু কিছু ভাবনা ঠিক
ভুল প্রকাশ হলে হোক
কিছু তো ব্যাপার
আছেই চব্বিশ আর চুয়াল্লিশে
কিছু তো অতিরিক্ত
তাক আর কার্নিশ
কিছু বারোয়ারী কলতলা
আর রোয়াক
থাকবেই এক চা দোকান
বহুপঠিত ঠোঙার কাগজ ভিন্ন দৃষ্টিকোণ
মজাটা এখানেই আসলে
ভ্যাদভেদে বশ্যতার চেয়ে