বনশ্রী রায়
মিথ
উপত্যকার শরীরে রাত
নামছে ৷
উচ্ছ্বাসিত প্রেম অরুন্ধতীর চোখে ৷
অপ্রকাশিত উপন্যাস রচবে ,
কামগন্ধে চুরচুর মেডুসার ৷
নিকষ কালো
শুষে
মৃত
অক্ষর জমাট অন্ধকার মাখছে ৷
রমণীয় শরীর পিষছে,
ভোগবাদের যাঁতাকলে ৷
প্রেমিকের ভেজা ঠোঁটে
নীল চুম্বন আঁকছে ল্যামিয়া ,
ডেমনোলজির মিথে ,
অপমানিত নারীত্বের উল্লাস ৷
শূন্য
অক্ষর বিন্যাস ৷
বর্ণজাল বিস্তার ৷
সম্পর্কের হাইফেন ৷
চেপে থাকা নিঃশ্বাস ৷
রংমাখা তুলি,
হিজিবিজি ক্যানভাস
৷
প্রিজমের
বিচ্ছুরণ
ভাঙা
মন
দাগী কাঁচ ৷
মুখোশে মুখ
৷
মেকি সংলাপ ৷