কণা বসু মিশ্র
ভাইরাস ....!
ভালবাসার লোনা জলে
ভরে গেছে আমার
পৃথিবী করোনার!কোটি
কোটি কীটের ক্ষুধার্ত
লোলুপ বাসনা, বিজ্ঞান জিজ্ঞাসা
ছুটছে ভাইরাসের
পিছনে পিছনে!তবু কেন
জোৎস্নার আকাশ নক্ষত্র
আলো! কেন হৃদয় ছুঁয়ে
যায়
তারার মিছিলে
বিস্তীর্ণ সময়ের ফাঁকে!
বসন্তের কোকিল কেন
ডাকে?
কেন সুন্দর কে
অসুন্দর প্রতারণা করে
রোমান্টিক বসন্ত
কালে? মহুয়ার মাতলা বাতাসে?
ঘুম
হীন রাতের যজ্ঞ
ঘুম হীন
রাতের যজ্ঞ জাবরকাটা যন্ত্রণায়।
অক্ষরের
সারি পৃথিবীতে মৃত্যুর মিছিল
তবুও
বিশ্বাস বেঁচে থাকা বড় ভালবাসার জীবন
একটা একটা
সিঁড়ি ধাপে ধাপে সীমারেখা বয়সের
সময়ের
যোজন পেরিয়ে নতুন স্বপ্নের কারিগর
ভানুমতির
খেলার বদলে বদলা নেবে হত্যাকারী
বিষাক্ত
বিষের ছোবল তাই কি শেষ হয় কখনও
নীল
আকাশের মলাটে অসংখ্য তারার মিছিল
সূর্য ওঠা
ভোরের আকাশ সব মিথ্যে হবে? থেমে
যাবে
একদিন মারণযজ্ঞ নতুন পৃথিবী আসবে
হাতে হাত
মেলাতে আবার ।
বৃষ্টিতে
কথা..
বৃষ্টি
পড়লে কবিতার কাছে আসবে তুমি
এই রকমই
কথা ছিল জ্বাল দেওয়া রোদের দুপুরে
শুধু
সঙ্গী ছিল টেলিফোনের এপার ওপার
প্রতিটি
সকাল গুনেছি তখন তারা আকাশ
কিংবা কাল
পুরুষের বাঁকা তলোয়ার
নির্জ্জন
সন্ধ্যায় হিসেব কষেছি সূর্য ডোবা বিকেলে
গোধূলির
লাট খাওয়া আলোয়।
বৃষ্টির
ধারাপাতে ভিজে গেল মাটি
আষাঢ়ের
সকাল বিকেল ওপারের
গলাটা
গেছে বদলে বিলকুল
প্রেমহীন
অস্তিত্বের শেষ অন্ধকারে।
টেলিফোন
বেজে যায় বেজে যায়
তার আছে
তার নেই তবু
রক্ত ঝরে
যায় বুকের মাঝে
হেঁটে যায়
যন্ত্রণার মাছ
ইউক্যালিপ্টাস-এ
ঝড় ওঠে
ডানা
ছেঁড়া কোন এক পাখী
কবিতা
হাওয়ায় ওড়ে
ঘুড়ির মতন
উড়ে যায় ।
লাটাইয়ের সুতো ছেঁড়ে লাটাইয়ের সুতো
কতবার আর
কতবার?
তবুও
বৃষ্টি পড়ে ভিজতে থাকে ভিজতে থাকে
সবুজ
ঘাসের ডগা মাড়িয়ে মাড়িয়ে
ওরা কেউই
জানে না আজকের
চেনা মুখ
কালকেই পর হ'য়ে
যায়
খারিজ
মুহূর্তটুকু বেঁচে থাকে
অস্তিত্বের
শিরায় শিরায়।
বৃষ্টির
দুপুর..
বৃষ্টি
পড়লেই কবিতার কাছে আসবে তুমি
এইরকমই
কথা ছিল জ্বাল দেওয়া
রোদের
দুপুরে।
শুধুই
সঙ্গী ছিলে টেলিফোনের এপার ওপার
প্রতিটি
সকাল গুনেছি তখন তারার আকাশ
কিংবা কাল
পুরুষের বাঁকা তলোয়ার।
নির্জ্জন
সন্ধ্যায় হিসেব কষেছি সূর্য ডোবা বিকেলে
গোধূলির
লাট খাওয়া আলোয়।
বৃষ্টির
ধারাপাতে ভিজে গেল মাটি
আষাঢ়ের
সকাল বিকেল ।
ওপারের
গলাটা গেছে বদলে বিলকুল
প্রেম হীন
অস্তিত্বের শেষ অন্ধকারে।
টেলিফোন
বেজে যায় বেজে যায়
তার আছে
তার নেই তবু
রক্ত ঝরে
যায় বুকের মাঝে
হেঁটে যায়
যন্ত্রণার মাছ।
ইউক্যালিপ্টাস-এ
ঝড় ওঠে
ডানা
ছেঁড়া কোন এক পাখী
কবিতা
হাওয়ায় ওড়ে
ঘুড়ির মতন
উড়ে যায় ।
লাটাইয়ের
সুতো ছেঁড়ে লাটাইয়ের সুতো
কতবার আর
কতবার?
তবুও
বৃষ্টি পড়ে ভিজতে থাকে যুবক যুবতী
ভিজতে
থাকে ভিজতে থাকে
সবুজ ঘাসের
মাথা মাড়িয়ে মাড়িয়ে।
ওরা কেউই
জানে না আজকের চেনা মুখ
কালকেই পর
হ'য়ে
যায় খারিজ মুহূর্ত টুকু
বেঁচে
থাকে অস্তিত্বের শিরায়।