সোনালি পুপু
সিঞ্চন
এক মুঠো জল ধরব বলে
গিয়েছিলাম স্রোতে
বুঝিনি জল মুঠোয় ধরে না
আঁজলা করে তুলে
নিয়েছি তখন।
যে ঘাট আমার নয়
কখনও
যে নদীর ঢেউ চলে
যাবে
তাকে ছোঁ মেরে তুলে
নিয়েছি এক চুমুকে
তৃষ্ণার জল
মিষ্টি, তৃপ্তি দেয়া
আহ
জল খেতে কি ভাল
সেই যে ছোট মানুষ
আমায় কেবল ডেকে বলে,
শুনছ, আমার জল খিদে পেয়েছে
তার সাথে আড্ডা দিই
রোজ
সেও জলের খবর আনে
থেমস আর কেম নদীর
থেকে।
কোশ করে জল দিই
কোশাকুশি ভরেও
দিয়েছি
পিতৃপক্ষ এলেই এক
অঞ্জলি জল
তিল ছড়িয়ে ঢেলে দিয়ে
বলি
তস্মৈ স্বদা
দিই ত, কিন্তু কোত্থেকে যে দিই
সময়ের বহমান নদী বয়ে
চলে যায় ঢেউ তুলে
ছাড়িনি তবুও পিছু
ছুট্টে গিয়ে তুলে
নিই
একান্ত তৃষ্ণার জল
আকন্ঠ ভিজিয়ে বলি
প্রাপ্য বুঝে নিলাম
হে
নেহাত মূর্খ হলেও
জেনো
ঠিক জানি জলই জীবন।
পাতার গন্ধ
বাতাসে পাতার গন্ধ।
ছোটবেলা থেকে চেনা
গন্ধেরা
ডাক দিয়ে যাচ্ছে
নারকেল সুপুরি আম বট
কাঁঠালেরা
মরে যাচ্ছে শিকড়
শুদ্ধ উপড়ে গিয়ে
রাস্তা জুড়ে শত শত
অর্ধমৃত গাছের শরীর
আত্মীয় স্বজন ওরা
কত দিন থেকে পাশে
থাকা লোকজন
ছোট আমি কাঁধে ব্যাগ
বৃষ্টি ভেজা
বাবার হাত ধরা ছাতা
মাথায়
মায়ের আঙুল আঁকড়ে
রিক্সার ওপরে
ওরাই পাতা নেড়ে টা
টা করেছে সব সময়
বলেছে দুর্গা শিবো, সাবধানে ঘুরে এসো
সব আজ রাস্তার
মাটিতে
পাতার আকুল গন্ধ
আবার মনে করায়
প্রিয় জনকে রেখে
এসেছি
সঙ্গে ছোটবেলা ; ধীর পায়ে
মুখাগ্নির পরে।
মূল্য ধরা নেই
সাগর সে নাকি সমুদ্র
তার
নীল জল গাঢ় ঢেউ
সূর্যাস্তের অপূর্ব
ছটা ছবির বাহারে ফোটে
ঢেউয়ের ওপরে রঙের
তুলিরা
মনকে ভরিয়ে তোলে যেই
পাশ ফেরো মন
আমিও চকিত দেখাব সে
রঙ তোকে
চোখ ফিরে আসে,
পাশে নেই কেউ দূরত্ব
মাপে শ্বাস
কেন থমকায় এক
মুহূর্ত ভাল থাকা ভাল দেখা
কিছু পাওয়া নেই কোন
মূল্যের
তবু ও দীর্ঘ নিশ্বাস
খুঁজে ফেরা মন
তারি সন্ধানে রসকলি পূজা আঁকা
লাভ ক্ষতি যত হিসেব
পেরিয়ে
একটি মনকে খোঁজে
মন
দিনান্তে আসা সোনার
গোধূলি
মন জানলার ভাষা
স্বার্থবিহীন
ফল্গুধারায়
সুতো না থাকার গাঢ়
টান
পর্দা ওড়ানো প্রত্যাশাহীন
অহেতুকী ভালোবাসা।
মহাকাল এক ব্লটিং
পেপার
মুছেছে চুলের সব রঙ
দাম দিইনি ত ফেরত ও
চাইনি
আদর করার পূণ্যের ।
নেই হিসেবের
কোন খেরোখাতা
বেহিসেবী পল লমহে
অংক কষার কলমের নিব
থেমে গেছে এসে
শূন্যে ।
ফাঁকি দিয়ে যাব সব
সমারোহ
খেরোখাতা লেখা আমলার
বুড়ো আঙুল দেখাবোই
যত নিয়মের ভুরু
ভঙ্গি
যত যন্ত্রনা জরা
ব্যধি ভয়
হাত ঝেড়ে উঠে চলি
ফের
শব্দ সাঁকোর ঐ পারে
তুমি
খুনসুটি প্রিয় সঙ্গী