রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

সুকান্ত মজুমদার


সুকান্ত মজুমদার

তুমি ও বৈশাখী

নিবিড় মনন সম্বলিত তোমাতে
ক্ষণিক প্রতিচ্ছায়া ঘোলাটে ভাবনা
যেন ধুলোট আরশি অবয়বে
নিজেকে চিনতে পারার প্রয়াসী
যে যার মত সম্মন্ধ ধুয়ে পাড়ে ওঠে
স্রোত হীন স্রোতস্বিনীর সাথে সম্পর্ক
কাতর অবুঝ মৃত্তিকার সোহাগ।
অবসরের দীর্ঘ পরিচয়গুলি
উস্কিয়ে যায় কাল বৈশাখীর
নির্জাস নির্ভর নির্ভীক খেয়াল,
এভাবে থাকা না থাকার প্রভূত সঙ্কট
তোমাকে কোন সম্মোহনে কাছে পায়
চির প্রবাহ উচ্ছ্বসিত জীবন রেখায় -
তুমি পরম প্রত্যাশার গতি প্রেম
স্মরণ অতিত বিজড়িত যত শুষ্ক পাতায়
ভর করে একাকীত্বের নিজস্ব সংবাদ,
নিথর আর্তি মোহিত বর্তমানে
আনমনে জীবন রূপ সন্ধান চলমান
তোমার  রেখাঙ্কিত শব্দ চয়নে।
মন এমনি বলে সুশীল অবসাদে
ভিজিয়ে যাও দীর্ঘ রহিত বারান্দা 
আনমনা যেখানে দুজনে খেলি সর্বক্ষণ
ওরা বেহিসেবি বলুক মৃতপ্রায় মর্মরে
শিখুক কাঁদতে আত্ম নিপীড়নে
গৃহবন্দি পুতুল খেলার নিভৃত সংবাদে।