রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

কোয়েলী ঘোষ


কোয়েলী ঘোষ

আমার রবীন্দ্রনাথ

রাতের আঁধার ঘনিয়ে এলে ,আমি এক আশ্চর্য আলো দেখি ।
সে আলো ছড়িয়ে পড়ে রক্তিম মৃত্তিকায় , খোয়াইয়ের পথে পথে ,
আদিগন্ত বিস্তৃত নীল আকাশের সীমানা পেরিয়ে --
কোথায় যে শেষ তার প্রান্তরেখা ছুঁয়েছে , কে জানে !

গভীর নিস্তব্ধ এক সকালে , কিংবা নির্জন কোন এক দুপুরে ,
সুশীতল আম্রকুঞ্জের ছায়ায় হেলান দিয়ে বসি তোমার বেষ্টনে ।
নির্ভর মাতৃক্রোড়ের আশ্রয়ে বন্ধ করি দুচোখ, শান্তি ।

সারাদিন পাখি গায় অবিরাম ,সুর ছুঁই মর্মে মর্মে ।
ফুলে , ফলে , পাতায় জীবনের স্পন্দনে ,সঞ্চারে ।
ছাতিমতলার ফুলের গন্ধ মিশে যায় চাঁদনী রাতে -
পেয়ালাখানি ভরে ওঠে কখন কি অনুভবে ।

ওহে সুন্দর , এ প্রেম জানে না বিস্মরণ ।
আকাশে নানা রঙের আবীর মেখে নাও ,
ধুলোর মত মিশে যাও রৌদ্রছায়ায় ,
মিশিয়ে দাও অলৌকিক মায়ায় ।