শংকর
ব্রহ্ম
ফুরাবে
তোমার ছবির সামনে দাঁড়ালে
বুকটা গর্বে ফুলে ওঠে , মনটা ভরে যায়
আনন্দে,
কিন্তু মাথা আপনিই নত হয়ে আসে।
তোমার কথা ভাবলে
নিজেদের ক্ষুদ্রতা প্রকট হয়ে
পড়ে।
তুমি আমাদের প্রেম
তুমি আমাদের মুক্তি
তুমি
আমাদের শান্তি।
তোমাকে নিয়ে যত কথাই বলি
মনে হয়,
বলা হল না কিছুই
তোমাকে যতই জানি
মনে হয় , জানা আরও রয়ে গেল কত বাকী।
তোমাকে বুঝতে বুঝতে একটা জীবন
আমাদের ফুরিয়ে যাবে অনায়াসে ,
কিন্তু তোমাকে জানা
আমাদের ফুরাবে না কোনদিন ,
কিছুতেই।
আমার রবীন্দ্রনাথ
দুই ভুবনে বাস আমার
একটি কায়ার আরটি
মায়ার।
কায়ার জগত ছায়াহীন
রৌদ্রে পুড়ে খাক এ সব এখন থাক।
রাত্রে হিংস্র অন্ধকার বলব কত আর?
প্রেমহীন , সজীবতা হীন , রুক্ষ
মরুভূমি
নিস্প্রভ একটা বাস্তব জগত।
যেখানে অবাঞ্ছিত আগাছার বাড়
বাড়ন্ত
যেখানে লালসা জীবনের তীব্র উদ্দীপক
হিংসা হৃদয়ের প্রায় সবটাই জুড়ে
ভোগবাদই জীবনের শেষ কথা বলে।
আর আমার মায়ার জগত জুড়ে কেবলই
লুকোচুরি খেলা ,
শুধু রবীন্দ্রনাথের সাথে।
কেবল আনন্দ ধারায় অবগাহন।
এত গাঢ় আঁধারেও, ভুবন আলোয়
আলোকময়।