শোভন মণ্ডল
চিলেকোঠার কাব্য
ছড়ানো গন্ধরাজ পাতায় পড়ন্ত সূর্যের আভা
উষ্ণতা জুড়িয়ে যায় ছাদে
আদুরে হাওয়ায় খুলে যায় চিলেকোঠা
উশখুশ করে পুরনো বিকেল
সাদা পায়রাগুলো উড়ে এসে বসে রেলিং-এ
তাদের গায়ে লেগে আছে শস্যের ঘ্রাণ
পান- সুপুরির গন্ধ, নকশিকাটা মাদুর
আজ কবিতা শুনবেন নতুন বৌঠান