রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

সুবীর সরকার


সুবীর সরকার

২৫ শে বৈশাখ

ঘুমের কথা লিখবো আর সাপ থাকবে

                         না!

ধান নিয়ে ঘরে ফিরছে বৈশাখের চাষি

আমি ঘাসবনের এক ডাকপিয়ন

ফড়িং শালিকের পাশে বসে একা একা কথা

                        বলি

বড় বড় কাঠের পিঁড়ি

মাছ ভাজছেন মা

ঠাকুমা খেঁজুর গুড়ের পায়েস

কত কত জন্ম থেকে নাচগান

গল্প ঘিরে বাঘের ডাক

অনন্ত খামার দিয়ে জীবন

               সাজাই

কেমন ঘোরের ভিতর থাকি

পাখিদের ডানার নিচে থাকি

 বৈশাখী মেলার শিস,সার্কাস ঘোড়ার

                গাড়ি

দেখাসাক্ষাত হয় না মাঠের ইঁদুরের সাথে

হাতে হাতে তালি

        বাজে, জঙ্গলপথে

আর দেখি চরাচরে গান বাজে_'যখন পড়বে

                              না

মোর পায়ের চিহ্ন এই বাটে'