রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

লক্ষ্মী কান্ত মণ্ডল


লক্ষ্মী কান্ত মণ্ডল 

জন্মদিনের জন্য 

জন্মদিনটি ভুলি না কখনও - এক রাজপুরুষের একার ২৫ শে বৈশাখ
ইতিহাসের অংশ হয়ে যায় -  আমি আর পূবদিকে তাকাতে পারি না
মাঝরাতে ঘুম ভাঙলে টের পাই তিনি যৌবন হয়ে গেছেন  

অথচ আমার কাছে পরিচ্ছন্ন আকাশও নেই - 
পুকুরে স্নান করতে নেমে দাঁড়াই তারই ছায়াপথে  -
অথবা এক দূরত্ব ভাষাময় মাঠ নিয়ে তাঁর সারল্যে আশ্চর্য হই    
এ তো তারঁই জন্মদিন , তাই নিয়ে কত লিখেছেন তিনিই - আর কেউ পারেনি এমন 
এত দৃশ্য দেখেনি কেউ চেনা ভাষার গানে  - 
আমি অসুখের কথা লিখতে লিখতে নেমে আসে লালমাটির পথ
অরূপ ঝুঁকে থাকে সামান্য দূরে 
সমস্ত দুপুর জুড়ে অপার নৈঃশব্দ্য  আর রোদের তাপ
কারা জ্বলছে ,  পুড়ে ছাই হচ্ছে 
সে আলোর ভ্রমণে বাতাসে ভাসে অনন্তের সমুদ্র মন্থন 

এ স্থান মৃত্যুর নয়  -
যতদূর দেখা যায় প্রদীপ জ্বালিয়ে রাখে দক্ষিণের জানালা
সে পথ বক্ষ হতে দিনে দিনে পবিত্র সৎকার  -  
অথবা তপস্বীর তপস্যা নিয়ে  পাথরে উপর নন্দিনী অঝোর
করবী ফুটিয়ে বসে থাকে সে এক রঞ্জনের 

মাথায় থাক বৃষ্টিহীন  মেঘ ,   অদ্ভুত পাগল আমি আপনাকেই কাছে চাই
যথা যথা বিশুর অন্তর  -