রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

অনুপম দাশশর্মা


অনুপম দাশশর্মা

সমারূঢ় রবীন্দ্রনাথ

এই পঙ্কিল পথ, এখান থেকে ছড়িয়ে পড়েছে
যাবতীয় সূচকচিহ্ন তীব্র অনাচারের,
আকাশমুখী বৈরাগ্য ছাই হয়ে উড়ছে
নক্ষত্রালোকে।

জনপদে ক্রমাগত নৈরাজ্যের সমুদ্রগর্জন।
মানুষ হাতড়ে বেড়াচ্ছে বিগত দিনের সুগন্ধ
ভগ্ন-রাজপ্রাসাদে, সেলুলয়েডের অপেরায়।

সুদূর বাংলো থেকে হাঁটতে হাঁটতে যে উদাসী পথিক
পৌঁছে গেছে লালমাটির দেহাতি প্রাঙ্গণে
তাঁর মত বিত্তবান কে-আর আছে
এই অবাকগ্রন্থনার জীর্ণ-পাঠে?

পীড়িত জীবন বর্মে ঢাকা শূন‍্যপ্রগতি।
সহস্র বিষাদ তুলে ধরে সমগ্ৰে
স্বেচ্ছাচারিতার অভিশাপ

শুধু, প্রতিটি শনিবারে একাকী উপাসনা গৃহে
সমারূঢ় হন অনন্তমুরতি রবীন্দ্রনাথ।