রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

একটি প্রেমের কবিতা  

ওখানে বারোমাস পলাশ ।
বারোমাসই শিমুল ।
নারী পুরুষের হৃদয়ে হৃদয়ে
শিমুল পলাশ লাল আবির ওড়ায় ।
কামিনী আর শিউলি ফুলে
সাদা হয়ে থাকে গাছ ।
নবীন কৃষ্ণচূড়ার ফুলে ফুলে
রঙিন হয়ে ওঠে মাটিপথ আর দিগন্ত ।
ওখানে প্রেমবিহীন কোন ঋতু নেই ।
তুমি এলে,  তোমাকে  নিয়ে নির্ঘাৎ
 উধাও হয়ে যাব সেই প্রেমের
উপমহাদেশে ।








কবিতার দেশ

ধরো, কোন একটা সবুজ দ্বীপে
থাকতো যদি মাটির ছোট বাড়ি  !
জলের সাথে মাঝে মাঝে খেলতো
আকাশে ভেসে থাকা মেঘের সারি ।

হঠাৎ যদি বিপথগামী হয় রোদ
মেঘ সামলে কোথায় পাবো তারে ?
এ-দ্বীপের নাম রাখি কবিতার দেশ
লঘু  সুর বাজে বোধের সেতারে ।








জীবন সম্পর্কিত  

এক
-------
দিনের আলো শুষে নেয় রাতের কালো ।
শীতের রাতে ফুটপাথে জড়োসড় বালক জানে
কে অধিক দামী, শীতবস্ত্র না জীবন  !

দুই
----
কমলালেবু অথবা একটি লাল গোলাপ ।
সংযোগ না অভিযোগ  !
সম্পর্কের শীত কাটাতে কোনটা  জরুরি এখন ?

তিন
-----
অসুস্থ খিটখিটে সমাজ
আজ হারিয়ে ফেলেছে তার সমস্ত লাবণ্য ।
তার ঘাড়ের উপর অজস্র বোঝা ।
আসুন, হাতে হাতে সরিয়ে দিই
বহু দিনের জমিয়ে রাখা সেই বোঝা ।
তাহলেই হেসে উঠবে রুগ্ন সম্পর্কগুলো ।