উত্তম
চৌধুরী
ছোটা, কালো
নীল অন্ধকারেও
ঘরে আমার রবীন্দ্রনাথ--ধূসর আর
ফ্যাকাশে কালোর।
যিনি ওই ছবিটি
উপহার দিয়েছিলেন--তার নামও খুব
আবছা ক্রমশ।
বহুদিন ঝাড়পোঁছ
নেই।ধুলোর ওপর ধুলো জমতে জমতে
ছবির ভেতর ছবি ফুটে ওঠে।
কোথাও
খাদের মতো।আমরা সেই অতল খাদে
ডুবে যাচ্ছি নাকি!কোথাও বালির
পাহাড়।
শীর্ষে আরোহী কে!কোথাও গাঢ়
অন্ধকার,
এবং তার পাশ থেকে নির্জলা এক নদী
বেরিয়ে এসেছে।ওতে কী অবগাহন হবে!
ফ্যাকাশে বা যাই হোক,ঘরে আমার
রবীন্দ্রনাথ
আছেন।আর এই সহজ বোধে কালো নীল
অন্ধকারেও
আমি ছুটে যেতে থাকি।