রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

রবীন বসু


রবীন বসু

আনন্দ  ভৈরব

তুমি সেই আনন্দ ভৈরব
অক্ষরের দিনলিপি এঁকে দিয়ে
জীবনের জয়গানে বৈশাখ ভাসালে !

চৈত্রের শালবনে তোমাকে স্মরণ করি
হে বৃক্ষ, হে শালপ্রাংশু অধিদেবতা
প্রকৃতি সাধক তুমি, প্রেমের পূজারি  l

সব আলো তোমাতেই জ্বলে, সব সুন্দর
তোমা থেকে পেয়ে যায় বিশ্বজন
তুমি শুধু অন্ধকারে দুঃখের প্রদীপ তুলে ধর l

নীরবে গহন রাতে সমুদ্রের ঢেউ গণো তুমি
সমস্ত তারার গায়ে বিষাদের কালি
তোমাকে স্মরণ করি মৃত্তিকার পদচুমি l

দারুণ দুর্দিনে কবি, বৈশাখি বাতাস বলে
কারা যেন হিংসা রেখে পালাল শহরে,
এখন বসন্তদিনে সন্ত্রাসের কথা বলা চলে l

তোমার সাধনপীঠে রাজনীতির ভোটরক্ত ঝরে
সারাদেশে শিশুধর্ষণ, ধর্মের বিকৃত উল্লাসধ্বনি
সুন্দরের ছবি দেখি অসুন্দর করে l

তোমাকে স্মরণ করি অবিরল অন্ধকারে আজ
হে কবি, হে ভৈরব আকাশ,
বাণ হানো, আলো দাওচেতনার সমূল সকাশ !