রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

শ্যামলী রক্ষিত


শ্যামলী রক্ষিত

বৈশাখ হে  ...
          
বৈশাখের আকাশ জুড়ে শব্দের মিছিল
সাদা কালো হলুদ ক্যানভাসে ভেসে ওঠে
অনাবিল শব্দের খেলা।
খুঁজে পায় তৃষ্ণার্ত হৃদয়,
বকুল বিছানো পথে অনুরণিত হয়
এসো হে বৈশাখ এসো এসো.......
লাল মাটির পথ  ডিঙিয়ে
উন্মত্ত আবেশে বয়ে যায়
পঁচিশের প্রথম প্রভাত ফেরি
যুগান্তর সিঁড়ি ছুঁয়ে অন্য কোন যুগের চৌকাঠে
একান্নবর্তী ভাবনায় কেঁপে ওঠে রবীন্দ্র অনুশীলন
চেতনায় ফুটে ওঠে স্নিগ্ধ আবেশ,
ললিত সুরে কথায় হৃদয়ের অলিগলি পথ
ভরে যায় প্রভাতী কিরণে যেন
স্নিগ্ধ উষ্ণতায় জারিত হয় পরিশ্রান্ত একঘেয়ে
এই বেঁচে থাকা ..................