নবনীতা
সান্যাল মুখার্জি
রবি- প্রণাম
সৃষ্টির আকাশে চিরস্থায়ী দীপ্তি,
অবিনশ্বর উজ্জ্বল প্রতিচ্ছবি -
কালের প্রবাহে মৃত্যুঞ্জয়ী তুমি,
প্রণমি তোমায়, যুগশ্রেষ্ঠ
রবি ।
সুখে দুঃখে তোমার প্রেমে ভাসে,
আপ্লুত এই জগৎ সংসার ;
বসুন্ধরা র প্রতিটি কোণায় কোণায়,
ফিরে ফিরে আসো, প্রতিদিন, বারবার !
বৈশাখে তুমি অলক্ত রাঙা তেজে,
বরিষধারায় সিক্ত করো হৃদয় ;
শারদ লগ্নে শিশির ভেজা প্রাতে ,
প্রতিভাত হয় ফাগুন রবির উদয় !
'তুমি' হতে এক
উৎসারিত আলো ;
ছিন্ন করে স্তব্ধ কুহেলিকা ----
তোমার ভাষায় মুক্তি খুঁজে ফেরে,
উপেক্ষিত নীরব যবনিকা !!
জীবনে মরণে সমুখে ও পশ্চাতে,
অনুভব করি তোমার চরণধ্বনি;
বিপদের মাঝে প্রগাঢ় অন্ধকারে -
দিশা হয়ে থাকো জগতের দিনমণি ।