রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

রীনা তালুকদার


রীনা তালুকদার

প্রয়োজনীয়তা

ঝড় ঝাপটা সমেত বেঁচে থাকা জীবন
বৈশাখ এক আত্মীয় বন্ধন
রুক্ষতা ক্লেশ নিয়ে জীবন যাপন
সময় খেলে যায় বৈশাখ বৈশাখ অস্থির খেলা
একজন কাঠের মিস্ত্রী দরকার ছিল সব সময়ই
যে কি-না অসামঞ্জস্য আর ভাঙা অংশকে
ছেঁটেছুটে জোড়া লাগাবে
অসমৃণকে মসৃণ করবে
প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে বিভিন্ন অংশ বিশেষ
কখনো সুকোমল হাতল
কখনো ভ্রমণ পিপাসু পা জোড়া
কখনো বুদ্ধিদীপ্ত মাথা
আর কখনো কখনো সুন্দর তীক্ষè দৃষ্টির চোখ

একজন নরসুন্দরও দরকার ছিল
ইদানিং এলোমেলো চুলগুলো অবাধ্য হচ্ছে
আর প্রলেপ পড়ছে ধুলোর
শ্যাম্পুর ব্যবহার বাড়ছে
এলার্জির উৎপাতে রক্তলাল তরমুজের ফালি
ব্লিচিংয়ের দরকার মাঝে মাঝে ভীষণ
মান মন্দিরে মন ভাঙছে ক্ষণে ক্ষণে কথা ও কাঁচে

নতুন মন পেতে একজন কবিকেও দরকার
যার উপহার দেয়া ফুলে
মৌ মৌ মধুকরী সময় যাবে পাওয়া
উন্মুক্ত রাতের অবাধ্য জ্যোৎস্নায় ভিজে ভিজে
বর্ষার আমন্ত্রণে নদী সাঁতরিয়ে
অবাধ সমুদ্র স্নানে যাবো
অতলে ডুবতে ডুবতে হবো অতল ডুবুরী
মুক্তোর চরে গিয়ে উঠবো
যেখানে সুশীতল বাতাসের মধুর আবেশ
স্বর্গের পথ ধরে নরকের দিকে ধাবিত হবো
অলস স্বর্গ অবাঞ্চিত করে যন্ত্রণার নরকে
মিলিত হবো অসীম সময়ের দিকে
স্বর্গ ত্যাগের পাপে তৃপ্তির পূর্ণতার জন্য
ফের মোহময় প্রকৃতি ও পৃথিবীতে
সুউচ্চ বালুকরাশিতে রচিত হবে কৃষকের আদিম স্বর্গ
মধুর আমন্ত্রণ জানাতে পেঙ্গুইন পাথর পাঠাবে
সলাজ আহবান এসো . . .

হৃদয়ে হৃদয়ে বিল্ডিং হাটে মালা গাঁথি
চরসের চোখে পৃথিবী গড়ার স্পর্শ রাখি যুগল ঠোঁটে
আহা ...পৃথিবী এত সুন্দর রূপের মাধুরী তোমার
লুকিয়ে রেখেছো ছায়ার ওপাশে
ওপাশে কী বিষ্ণুব রেখার বিভাজন ছিল এতদিন
নরকের প্রতি আকাংঙ্খা আছে বলে
স্বর্গে বহিরাগমন নিষিদ্ধ!
নরকের তামাটে আগুনে পুড়েইতো
স্বর্গীয় সুধায় বিমোহিত হতে চাই
কেউ কি যাবে সাথে নতুন দিগন্তের দিকে ...
তবে এসো . .. এই বোশেখে
কে যাবে চলো যুগল হাত ধরে
নরকে যাবো ... নরকে যাবো সুখের আশায়।