রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

দিশারী মুখোপাধ্যায়


দিশারী মুখোপাধ্যায়

এখন ভুবন শুধুই ডাঙা


জানালা খোলা রেখেছি, আলোর জন্য
আসছে না

তরীতে সোনা রেখেছে মাঝি , তরী
ভাসছে না

আমিও কিংকর্তব্য মুখর , শব্দেরা
বড়ই বাচাল

কবিতার সভায় কারা কীভাবে যেন
ভেঙেছে কাঁঠাল

ক্যালেন্ডার জন্ম নেয় ফিবছর, অসম্পূর্ণ
বৈশাখ থাকেনা
শ্রাবণ থাকেনা
আনন্দের নামে থাকে আমোদ

তুমি বিশ্বাস হারাতে নিষেধ করেছ
বিশ্বাস রয়েছে
বিষ তার স্বধর্মে অটুট







নমো নমো

ক্ষমা চেয়ে রাখছি কবি
বছর আমরা আপনাকে
সময় দিতে পারব না
বছর আমরা যা যা বেশি মাত্রায় চর্চা করছি
সেখানে আপনাকে জায়গা দেয়া যায় না

এখন আপনি বেশ খানিকটা অচল
আপনার নামে একটা দল খোলা যায় না
আপনার ছবি দিয়ে তৈরি হয় না ধ্বজা
আপনি এতোটাই বেঢপ মাপের বড়
কোথাও ভাঙানোও যায় না

বড়জোর হয়তো আপনার জন্মদিন
চক্ষুলজ্জার খাতিরে
সারতে পারি নমো নমো করে