হরিৎ
বন্দ্যোপাধ্যায়
রুটি ও কলম
তোমার মাথার ওপরে একটা রুটি ঝুলে
আছে
তোমার হাতে কলম
তোমার মাথার মধ্যে কিছু একটা
ঘুরপাক খাচ্ছে
তোমার মাথার ওপরের রুটি তোমায়
কিছু বলছে
তোমার হাতে কলম
তোমার মাথার মধ্যে কিছু একটা
ঘুরপাক খাচ্ছে
সাদা পাতায় তুমি কিছু একটা আঁকতে
চাইছো
তোমার হাতে কলম
সাদা পাতায় তুমি কিছু একটা লিখতে
চাইছো
যতক্ষণ তুমি চোখের সামনে রুটি
দেখতে পাবে
তোমার কলম মৃত
চোখের থেকে রুটি সরলেই সাদা
পাতায় বিস্ফোরণ ।