রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

জাকিয়া এস আরা


জাকিয়া এস আরা

একটি বোশেখ দুপুরে

একটি বোশেখ দুপুরে,আমি আধো ঘুমে আধো
জাগরণে, ক্ষীণ স্বরে শুনি বিরহী ঘুঘুর ডাক,
কাঁচা আমের ঘ্রাণে চারদিক মৌতাত! মাথায়
ঘুরছে রবিবাবুর গানের লাইন, চক্ষে আমার
তৃষ্ণা ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে স্মৃতির
এলব্যাম হাসছে, বত্রিশ পাটি দেখিয়ে!

আর আমার মেয়েবেলার নিষিদ্ধ খেরোখাতা
পুড়ছে ধীরে ধীরে তাপদহনে, হয়ত বা একটি
নতুন খাতায় লেখা হবে অবশেষ জীবনগাথা
এই মাতাল উদ্দাম বোশেখে আবার নতুন করে।