রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

জয়ন্ত চট্টোপাধ্যায়


জয়ন্ত চট্টোপাধ্যায়

রাবীন্দ্রিক  -- ১৩

রুদ্র বৈশাখের খরতাপে পুড়ে যায় দেহ মন চরাচর
আর্তরবও স্লোগান চেহারা পেলে এক আকাশ সুবাতাস
লোহিত সূর্যের নরম প্রতিশ্রুতি নিয়ে দরজায় জেগে ওঠো
রবীন্দ্রনাথ

উৎসবের আলো হাসি আনন্দ আর বেদনায় শীতল হাত
করুণাঘন দেবতার কাছে আত্মনিবেদনের মনোহর মুদ্রা
তোমার অপার সৃষ্টির হিল্লোলে ভাসে ছোটো ফুল
তীর্যক ছায়ারা জানি তোমারই পিছনে.....

অচেনা দ্বীপের রোদ দুপুরের মেঘ আর রামধনু বিকেল জুড়ে
হাজার পাখির ডাক অজানা নামের কাছে রেখে যাও ফুল ফল পাতা
আত্মস্থ করার আগে সীমার ওপার দিনকর
শিশুর মতো খর্ব হাতে দুর্বল পায় না নাগাল ছায়াটি দীর্ঘ হলে
নাছোড় শিশুর মতো ছুট আর ছুট........

তোমার হাসিতে প্রাণে সুর লাগে গেয়ে ওঠে জীবন দেবতা