শাহানারা
ঝরনা
পঁচিশে বৈশাখ
আলোকিত দিন যাবে যদি যাক ফিরে
দাঁড়িয়ে থেকো না
বয়োঃসন্ধির তীরে
বন্ধু গো এসো হাতে নিয়ে ফুলমালা
আসবে আসুক দিন বদলের পালা।
এক মন হয়ে আমরা সকলে মিলে
মাধুকরী সুখ ওড়াবো আকাশ নীলে
মৃদুভাষীতায় হৃদয় দরজা খুলে
ঘুম জাগানিয়া মুগ্ধতা নেবো তুলে।
মালিকানা নেই, তবু হয়ে
বনমালী
মনবাড়ি জুড়ে সাজাবো ফুলের ডালি
চেতনায় আছে আমাদের কবি গুরু
যাঁর পদাবলি দিয়ে জীবনের
শুরু ।
মহীরূহ হয়ে স্মরণীয় শত কাজে
মনন মাঝারে তাঁরই সুরধ্বনি বাজে
পৃথিবীতে তাঁর অমর কীর্তিগাথা
জাগ্রত করে বোধি- প্রজ্ঞার পাতা
ভয় কি বন্ধু ! আমরা তো তাঁকে
চিনি
তাঁর পদরেখা ছুঁয়ে হবো স্রোতস্বিনী
নিসর্গবেদিতে দিয়ে ফুল -অঞ্জলি
তাঁরই মতো এসো সমতার কথা বলি
মুলতবি যদি হয় মুশায়েরা বেলা
তবু নির্ভয়ে ভাসাবো হৃদয়ে ভেলা
দিকবালিকারা জ্বেলে দেবে
আলোজ্যোতি
সোনাঝরা দিন হবে আরো মায়াবতী
হতাশা দীনতা থাকবেনা মনোমাঝে
ঐ বহুদূরে, মিহি সুরে
বাঁশি বাজে
বাঁশি --! সে-ও বাজে নিয়ে
রবীগুরু কথা
সৃষ্টিতে তাঁর অপরূপ অমরতা
প্রণতি কবিকে সুখ ভরা শুভদিনে
পঁচিশে বৈশাখ! ভরা থাক
স্মৃতিঋণে।